Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪

Admin
0

অষ্টম শ্রেণির নতুন বাংলা বই ২য় অধ্যায় সমাধান ২০২৪ - Class Eight New Bangla Book Chapter 2 Solution 2024 PDF

Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪


  • দ্বিতীয় অধ্যায়: প্রমিত বলি প্রমিত লিখি
  • ১ম পরিচ্ছেদ: ধ্বনির উচ্চারণ

উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি

আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১) বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। তাঁর উল্লেখযোগ্য কবিতার বইয়ের নাম 'সাত নরী হার', 'আমি কিংবদন্তীর কথা বলছি' ইত্যাদি। নিচের কবিতাটি ভাষা-আন্দোলন বিষয়ক একটি বহুল পঠিত কবিতা। এটি কবির 'সাত নরী হার' কাব্য থেকে নেওয়া।

কবিতাটি প্রথমে নীরবে পড়ো; এরপর সরবে পাঠ করো। সরবে পাঠ করার সময়ে ধ্বনির উচ্চারণে সতর্ক থাকতে হবে।

মাগো, ওরা বলে
আবু জাফর ওবায়দুল্লাহ
'কুমড়ো ফুলে-ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর, আমি ডালের বড়ি
শুকিয়ে রেখেছি-
খোকা তুই কবে আসবি!
কবে ছুটি?

চিঠিটা তার পকেটে ছিল,
ছেঁড়া আর রক্তে ভেজা।

'মাগো, ওরা বলে,
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা, তাই কি হয়?

বাকি কবিতা তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিবে।

  • ২.১.১

কম্পনমাত্রা ও বায়ুপ্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ

'মাগো, ওরা বলে' কবিতা থেকে কিছু শব্দ নিচের তালিকায় দেওয়া হলো। লালচিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করে এগুলোর বৈশিষ্ট্য যাচাই করো এবং ছকে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে নিজের উত্তর মেলাও, আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। নিচে দুটি নমুনা-উত্তর করে দেওয়া হলো।

২১ নং পৃষ্ঠার ছকের/খালিঘরের সমাধান বা উত্তর:

Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪

বাক প্রত্যঙ্গ

ধ্বনি উচ্চারণে যেসব প্রত্যঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে বাপ্রত্যঙ্গ বলে। এখানে বাম্প্রত্যঙ্গের ছবি দেওয়া হলো।

Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪

  • ২.১.২

ব্যঞ্জনধ্বনি উচ্চারণে বাম্প্রত্যঙ্গের সক্রিয়তা

নিচের ছকের লালচিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করো। উচ্চারণের সময়ে কোন বাম্প্রত্যঙ্গ ব্যবহৃত হচ্ছে তা বোঝার চেষ্টা করো এবং ছকের নির্দিষ্ট জায়গায় লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে নিজের উত্তর মেলাও, আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা-উত্তর করে দেওয়া হলো।


২৩ নং পৃষ্ঠার ছকের/খালিঘরের সমাধান বা উত্তর:

Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪

উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি

বাক্সত্যঙ্গের যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে, সেই জায়গাটি হলো ঐ ব্যঞ্জনের উচ্চারণস্থান। উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়:

  1. কণ্ঠ্য ব্যঞ্জন
  2. তালব্য ব্যঞ্জন
  3. মূর্ধন্য ব্যঞ্জন
  4. দন্ত্য ব্যঞ্জন
  5. ওষ্ঠ্য ব্যঞ্জন।

          ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে কোন বাক্সত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক্সত্যঙ্গের অংশগ্রহণ গৌণ, নিচের ছকে তা দেখানো হলো:

          Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪

          কণ্ঠ্য ব্যঞ্জন কি বা কাকে বলে?

          কণ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে। কাকা, খালু, গাছ, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ, ও কণ্ঠ্য ব্যঞ্জনের উদাহরণ।

          তালব্য ব্যঞ্জন কি বা কাকে বলে?

          তালব্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। চাচা, ছাতা, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনের উদাহরণ।

          মূর্ধন্য ব্যঞ্জন কি বা কাকে বলে?

          মূর্ধন্য ব্যঞ্জন: দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢোল, গাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ।

          দন্ত্য ব্যঞ্জন কি বা কাকে বলে?

          দন্ত্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনের উদাহরণ।

          ওষ্ঠ্য ব্যঞ্জন কি বা কাকে বলে?

          ওষ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনের উদাহরণ।


          • ২.১.৩

          উচ্চারণস্থান অনুযায়ী ধ্বনির প্রকার

          'মাগো, ওরা বলে' কবিতা থেকে কিছু শব্দ নিচে দেওয়া হলো। শব্দগুলোতে যেসব বর্ণ ব্যবহার করা হয়েছে, সেগুলোর উচ্চারণস্থান বোঝার চেষ্টা করো। এরপর উচ্চারণস্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখো। একটি নমুনা উত্তর করে দেখানো হলো।

          ২৫ নং পৃষ্ঠার ছকের/খালিঘরের সমাধান বা উত্তর:

          Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪

          ২য় পরিচ্ছেদ: শব্দের উচ্চারণ

          শওকত আলী (১৯৩৬-২০১৮) বাংলাদেশের একজন কথাসাহিত্যিক। তাঁর বিখ্যাত উপন্যাসের মধ্যে 'প্রদোষে প্রাকৃতজন', 'দক্ষিণায়নের দিন', 'কুলায় কালস্রোত', 'পূর্বরাত্রি পূর্বদিন' ইত্যাদি উল্লেখযোগ্য। নিচের গল্লাংশটুকু তাঁর 'যাত্রা' উপন্যাস থেকে নেওয়া হয়েছে।

          যাত্রা লেখক শওকত আলী

          উপন্যাসটি আপনারা বই থেকে পড়ে নিবেন। এই পরিচ্ছেদ এর উত্তর গুলো আমি নিচে দিয়ে দিচ্ছ।

          • ২.২.২

          ভাষারূপের পরিবর্তন

          'যাত্রা' গল্পের কথোপকথনের কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাষারীতির প্রয়োগ করা হয়েছে। গল্প থেকে এ রকম কয়েকটি বাক্য নিচের ছকের বাম কলামে লেখো এবং ডান কলামে বাক্যগুলোর প্রমিত রূপ নির্দেশ করো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি করে দেখানো হলো।

          ৩২ নং পৃষ্ঠার ছকের/খালিঘরের সমাধান বা উত্তর:

          Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪


          ৩য় পরিচ্ছেদ: লিখিত ভাষায় প্রমিত রীতি

          বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) একজন বিখ্যাত কথাসাহিত্যিক। তাঁর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস 'পথের পাঁচালি'। এই উপন্যাস থেকে সত্যজিৎ রায় একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যা আন্তর্জাতিক খ্যাতি পায়। বিভূতিভূষণের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে 'অপরাজিত', 'আরণ্যক', 'চাঁদের পাহাড়', 'ইছামতী', 'অশনি সংকেত' ইত্যাদি। নিচের অংশটুকু 'পথের পাঁচালি' থেকে নেওয়া।

          রেলের পথ লেখক  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: গল্পটি তোমরা তোমাদের পাঠ্যবই থেকে পড়ে নিবেন।

          • ২.৩.১

          লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহার

          'রেলের পথ' গল্প থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের বাম কলামে লেখো। এরপর সর্বনামগুলোর প্রমিত রূপ ডান কলামে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর করে দেওয়া হলো।

          ৩৭ নং পৃষ্ঠার ছকের/খালিঘরের সমাধান বা উত্তর:

          Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪

          একইভাবে গল্প থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের বাম কলামে লেখো। এরপর ক্রিয়াগুলোর প্রমিত রূপ ডান কলামে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর করে দেওয়া হলো।

          ৩৭ নং পৃষ্ঠার ছকের/খালিঘরের সমাধান বা উত্তর:

          Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪


          • ২.৩.২

          সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর

          'রেলের পথ' গল্প থেকে সাধুরীতির কয়েকটি বাক্য নিচের ছকে লেখো এবং একইসঙ্গে বাক্যগুলোকে প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। একটি নমুনা-উত্তর করে দেওয়া হলো।

          ৩৮ নং পৃষ্ঠার ছকের/খালিঘরের সমাধান বা উত্তর:

          Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪

          • ২.৩.৩

          দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা

          নিচের বিষয়গুলো প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে। প্রথমে তার একটি লিখিত খসড়া তৈরি করো। তারপরে প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো।

          ১. সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা
          ২. স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা
          ৩. টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন
          ৪. নিজের কোনো অভিজ্ঞতার বিবরণ
          ৫. লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ।

          ৩৯ নং পৃষ্ঠার ছকের/খালিঘরের সমাধান বা উত্তর:

          বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা

          মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ,

          আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস আমাদের জন্য গৌরবের দিন। এই দিনটিতে আমরা আমাদের পূর্বপুরুষদের বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করি। মহান বিজয় দিবস আমাদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা।

          এই দিনটিতে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি। এই দিনটিতেই আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি এবং নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘোষণা করি। মহান বিজয় দিবস আমাদের জন্য একটি আনন্দের দিন। এই দিনটিতে আমরামহান বিজয় দিবস আমাদের জন্য গৌরবের দিন। এই দিনটিতে আমরা আমাদের পূর্বপুরুষদের বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করি। মহান বিজয় দিবস আমাদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা।

          এই দিনটিতে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি। এই দিনটিতেই আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি এবং নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘোষণা করি। মহান বিজয় দিবস আমাদের জন্য একটি আনন্দের দিন। এই দিনটিতে আমরা আনন্দ-উৎসব পালন করি। আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই। আমরা আমাদের বিজয়ের আনন্দ ভাগাভাগি করি। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম।


          টেলিভিশন এ সংবাদ উপস্থাপন-

          সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামুআলাইকুম। আজকের প্রথম খবর আমাদের দেশের শিক্ষাব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে। বিভিন্ন মহলে নতুন কারিকুলাম এর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শিক্ষাবিদগণ নতুন কারিকুলাম নিয়ে যেমন আশাবাদী তেমনি অনেকে সন্দেহ প্রকাশ করেছেন এই কারিকুলাম আসলে আমাদের দেশের জন্য কতটা প্রায়োগিক।

          আমাদের দেশের শিক্ষাব্যবস্থার সেই সক্ষমতা আছে কিনা এই কারিকুলাম সঠিকভাবে বাস্তবায়ন করার সেই বিষয়ে রয়েছে সন্দেহ। সরকারের শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে দেশের সকল স্তরের শিক্ষকদের এই কারিকুলাম এ অভ্যস্থ করার জন্য প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছে। আশা করা যায় যথাযথ প্রশিক্ষণ এর মাধ্যমে আমাদের দেশের শিক্ষকরা নতুন কারিকুলামের সর্বোচ্চ সঠিক প্রয়োগ করতে পারবেন এবং শিক্ষাব্যবস্থার নতুন দিক উন্মোচিত হবে।


          সাজেক ভেলি ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনা-

          আমি আমার পরিবারের সাথে গত মাসে বাংলাদেশ এর অন্যতম পর্যটন স্থান সাজেক ভেলী ঘুরে দেখার সুযোগ পাই। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উদাহরণ সাজেক ভেলি। সেখানে ঘুরে দেখার মত অনেক স্থান রয়েছে। বিশেষ করে কংলাক পাহাড় আমার নজর কেড়েছে। পাহাড় এর উপর দাঁড়িয়ে নিচের সবুজ প্রকৃতি উপভোগ করার মাধ্যমে আমি বুঝতে পেরেছি আমাদের দেশের আসল সৌন্দর্য কতটা বেশি।


          অপরিচিত ব্যক্তি/লোকের সাথে ঠিকানা খুঁজে বের করার কথোপকথন-

          করিম: আসসালামুয়ালাইকুম ভাই। একটু সাহায্য করতে পারবেন?

          অপরিচিত ব্যক্তি: জি সামর্থ থাকলে অবশ্যই। বলুন কিভাবেই সাহায্য করতে পারি?

          করিম: আসলে আমি এই এলাকায় নতুন। একটি ঠিকানা খুঁজে পাচ্ছিনা। আপনি কি আমাকে বলতে পারেন আমি শাপলা হাউজিং কিভাবে যেতে পারি এখান থেকে?

          অপরিচিত ব্যক্তি: জি অবশ্যই। আপনি ২ নম্বর রোডের মাথা থেকে রিকশাতে উঠে বলবেন শাপলা হাউজিং মমতাজ স্কুল এর সামনে নিয়ে যেতে। রিকশা আপনাকে নিয়ে যাবে। এখান থেকে ভাড়া ৩০ টাকা। অথবা হেঁটে গেলে আপনি সোজা ২ নম্বর রোড দিয়ে হেঁটে যাবেন। গেলেই পেয়ে যাবেন।

          করিম: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

          অপরিচিত ব্যক্তি: না না এ কিছুই না। শুভকামনা


          ১ম অধ্যায়: প্রমিত বলি প্রমিত লিখি এর সকল সমাধান নিচের পিডিএফ থেকে ডাউনলোড করে নিন।

          ডাউনলোড লিঙ্ক:

          (getButton) #text=(Read Online) #icon=(link) #color=(#2339bd)


          (getButton) #text=(Download ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান PDF) #icon=(download)



          Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪, Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪, Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪, Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪ Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪, Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪, Class 8 Bangla Solution Chapter 2 PDF - ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় সমাধান ২০২৪

          Post a Comment

          0Comments

          Post a Comment (0)

          #buttons=(Ok, Go it!) #days=(20)

          Our website uses cookies to enhance your experience. Learn More
          Ok, Go it!