৪৫ তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন ২০২৪ - 45th BCS Written Bangla Question 2024 PDF

Admin
0

45th BCS Written Bangla Question 2024 PDF - ৪৫ তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন ২০২৪ পিডিএফ

৪৫ তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন ২০২৪ - 45th BCS Written Bangla Question 2024 PDF


  • ৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষা ২০২৪
  • বিষয়: বাংলা (ব্যাবরণ + বাংলা সাহিত্য)
  • পূর্ণমান: ১০০ নাম্বার।
৬৩
বাংলা
বিষয় কোড: ০০১
নির্ধারিত সময় ৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]
নম্বর
১। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: (৬×৫=৩০)
ক) কীভাবে সমাসের সাহায্যে শব্দ গঠিত হয় উদাহরণসহ আলোচনা করুন।
খ) নিচের শব্দগুলোর বানান 'বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম' অনুযায়ী কেন ভুল, তা লিখুন:
  • সূচীপত্র
  • কাৰ্য্যালয়
  • কৃতীত্ব
  • ক্ষিদে
  • ফরিয়াদী
  • শুভঙ্কর।
গ) নিচের বাক্যগুলো সংশোধন করুন:
  • (i) কেবলমাত্র প্রতিযোগিরাই মঞ্চে আসবে।
  • (ii) তুমি স্বাক্ষী দেওয়ায় অপরাধীর আমরণ পর্যন্ত কারাদণ্ড হলো।
  • (iii) তার কনিষ্ঠতম কন্যা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
  • (iv) আর আমার বাঁচিবার স্বাদ নাই।
  • (v) নিরোগী লোক প্রকৃতপক্ষে সুখী।
  • (vi) ক্লাস চলাকালীন সময়ে 'ইউনিফর্ম' ছাড়া অন্য পোশাক পড়া নিষেধ।
ঘ) নিচের প্রবাদগুলোর নিহিতার্থ লিখুন:
  • লেজে খেলানো; রথ দেখা কলা বেচা
  • মাছের মায়ের পুত্রশোক; ভস্মে ঘি ঢালা
  • কৈয়ের তেলে কৈ ভাজা; নরকগুলজার করা
ঙ) গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ সংজ্ঞার্থ ও উদাহরণসহ লিখুন।

২। ভাব-সম্প্রসারণ করুন: (২০)
মানবকল্যাণ সর্বত্রই মানব মর্যাদার সহায়ক।

৩। সারাংশ লিখুন:  (২০)
যে সমাজে বহু ব্যক্তির মানসিক যৌবন আছে, সেই সমাজেরই যৌবন আছে। করতে হলে শৈশব নয়, বার্ধক্যের দেশ আক্রমণ এবং অধিকার করতে হয়। মানসিক যৌবনকে স্থায়ী দেহের যৌবনের অন্তে বার্ধক্যের রাজ্যে যৌবনের অধিকার বিস্তার করবার শক্তি আমরা সমাজ হতেই সংগ্রহ করতে পারি। ব্যক্তিগত জীবনে ফাল্গুন একবার চলে গেলে আবার ফিরে আসে না; কিন্তু সমগ্র সমাজে ফাল্গুন চিরদিন বিরাজ করছে। সমাজে নূতন প্রাণ, নূতন মন নিত্য জন্মলাভ করছে। অর্থাৎ নূতন সুখ দুঃখ, নূতন আশা, নূতন ভালোবাসা, নূতন কর্তব্য ও নূতন চিন্তা নিত্য উদয় হচ্ছে। সমগ্র সমাজের এই জীবন-প্রবাহ যিনি নিজের অন্তরে টেনে নিতে পারবেন, তার মনের যৌবনের আর ক্ষয়ের আশঙ্কা নেই। এবং তিনিই আবার কথায় ও কাজে সেই যৌবন সমাজকে ফিরিয়ে দিতে পারবেন।

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:  (৬×৫=৩০)
ক) বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ? আলোচনা করুন।
খ) বাংলা সাহিত্যে 'অন্ধকার যুগ'-এর অস্তিত্ব সম্পর্কে মতামত দিন।
গ) জসীম উদ্‌দীনের কাহিনিকাব্যসমূহের বৈশিষ্ট্য লিখুন।
ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্যকৃতির স্বাতন্ত্র্য লিখুন।
ঙ) মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক যে-কোনো একটি গ্রন্থের পরিচয় দিন।


৪৫ তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন ২০২৪ - 45th BCS Written Bangla Question 2024 PDF


৪৫ তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন ২০২৪ - 45th BCS Written Bangla Question 2024 PDF৪৫ তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন ২০২৪ - 45th BCS Written Bangla Question 2024 PDF

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!